গাজায় গণহত্যা, ইসরায়েলের বিরুদ্ধে দ.আফ্রিকার মামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজেতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগের আদালতে দায়ের করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা।
মামলার বিবরণে বলা হয়, গেল ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে আসছে দেশটি। দ্রুত শুনানির পাশাপাশি কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে তাঁর দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুর বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন।
তবে মামলা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে ১৮৭ ফিলিস্তিনি। এ নিয়ে টানা প্রায় তিন মাসের হামলায় নিহতের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়িয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.