বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন নিহত হয়েছেন নুসিরাত ক্যাম্পে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ জন।
এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।
গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৪১ হাজার ২০৬ জন নিহত ও ৯৫ হাজার ৩৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলে ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন। বন্দি করা হয়েছিল ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.