গাজায় ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনিকে নিহত হয়েছে।
একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার গাজা শহরের জেইতুন পাড়ার সাফাদ স্কুলে হামলা চালানো হয়। আহতদের গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আনাদোলু নিউজ এজেন্সিকে বলেছেন, ইসরায়েলি বোমা হামলার তীব্রতায় নিহত ব্যক্তিদের মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
তারা যোগ করেছে যে, স্কুলের একটি ভবন ধ্বংস হয়ে গেছে। যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্কুলটি তার প্রাঙ্গনে হামলার ইসরায়েলি হুমকির পরে খালি করা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ হাজার ১৫৪ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.