গাজায় ইসরায়েলি তাণ্ডব ‘মানুষের জীবন ও মর্যাদার প্রতি নির্মম অবজ্ঞা’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) বলেছে, গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড, বিশেষ করে জনবহুল এলাকায় হামলা নৃশংসতার ভয়াবহ চিহ্ন বহন করে।
জেনেভায় ওসিএইচএ মুখপাত্র জেন্স লারকে বলেন, গাজায় মানুষের জীবন এবং মর্যাদার প্রতি এক নির্মম অবজ্ঞা রয়েছে। আমরা যে যুদ্ধের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, তা নৃশংস অপরাধের লক্ষণ বহন করে।
জেন্স লারকে বেসামরিক নাগরিকদের ওপর ক্রমবর্ধমান হতাহতের বর্ণনা দিয়ে বলেন, হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রোগীদের তাদের বিছানায় হত্যা করা হয়েছে। অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের হত্যা করা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় শত শত শিশু এবং অন্যান্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
তিনি বলেন, ইসরায়েল মানবিক সাহায্যের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আগের অবস্থানে ফিরে এসেছি। এবার সরবরাহের সম্পূর্ণ বন্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আন্তর্জাতিক আইন স্পষ্ট…তবুও আমরা একের পর এক প্রতিবেদনে যে সতর্কতা জারি করি, তা মানবতার মৌলিক নীতিগুলোর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার অভাব প্রকাশ করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.