গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ১০ জন প্রার্থী

 

গাইবান্ধা প্রতিনিধিঃ আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন।

গতকাল ০৯ নভেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস থেকে পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান এমপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. ইউনুস আলী সরকার, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারন সম্পাদক সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বিগ্রেঃ জেনারেল (অবঃ) মাহামুদুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ডা. শাহ্ মো. ইয়াকুব-উল-আজাদ, আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ, মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য মাজেদার রহমান দুলু, পলাশবাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধার কন্যা মোছাঃ শ্যামলী আক্তার, সাদুল্যাপুরের তৃণমুল আ’লীগ নেতা আজিজার রহমান বিএসসি। মনোনয়ন প্রত্যাশীরা স্ব-স্ব নেতাকর্মী ও তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

 

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ডা. ইউনুস আলী সরকার নির্বাচনে অংশগ্রহণ করে গাইবান্ধা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে ১০জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানাযায়। #

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.