গাইবান্ধা সদর হাসপাতালের অনিয়ম-দূনীতি বন্ধে নাগরিক মঞ্চের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে নাগরিক মঞ্চের আয়োজনে শনিবার (১৮ জুন ) সকাল ১১ টা থেকে গানাসাসের সামনে এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বক্তাগণ বলেন, গাইবান্ধা সদর হাসপাতালে দুর্নীতি বন্ধ করাসহ দক্ষ জনবল বৃদ্ধি সরকারি বরাদ্দকৃত ঔষধ সরবরাহ, এক্সর, আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, দুর্নীতির সাথে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।মাতৃ সদনে ডাক্তার নিয়োগ ও গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে মর্মে জানান।
এসময় আরো বক্তব্য রাখেন,জাহাঙ্গীর কবীরতনু, গোলাম রব্বানী মুসা, অঞ্জলি রানী দেবী, মৃণাল কান্তি বর্মন, এডঃ মোহাম্মদ আলী,এডঃ কুশলাশীষ চক্রবর্ত্তী সাগর, এডঃ শাহ জামিল,কাজী আব্দুল খালেক, খিলন রবিদাস,কাজী ওয়াদুদ,অপু খান, ফিরোজ কবির রানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডঃফারুক কবীর রাহিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.