গাইবান্ধা জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু ম্যুরালে জেলা পুলিশের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ও শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আওয়াল।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগি সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, স্কুল-কলেজ-মাদ্রাসা এবং ব‍্যাংক-বিমার পক্ষ থেকে। পরে টাউন হলে আলোচনা সভা,পুরুস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.