গাইবান্ধায় ৩৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ১২তলা বিশিষ্ট আধুনিক হাসপাতাল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ১২তলা বিশিষ্ট সকল সুযোগ সুবিধা সম্বলিত ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এজন্য সরকার ৩৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় বরাদ্দ করেছে। ১ জুন শুক্রবার থেকে এ নির্মাণ কাজ শুরু হবে।আজ ৩১ মে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সদর হাসপাতালের ডক্টরস্ লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। সভায় আরও জানানো হয় গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ক্যাম্পাসে এই ১২তলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ৮তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।
পরবর্তীতে বাকি ৪ তলাও নির্মাণ করা হবে। সভা শেষে হুইপ মাহাবুব আরা বেগম গিনি ভবন নির্মাণের জায়গা পরিদর্শন করেন। সভায় জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. মো. আব্দুস শাকুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুল ইসলাম মন্ডল, ডা. আ.খ.ম. আসাদুজ্জামান, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. নাজমুল হুদা, বিএমএ জেলা সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন প্রমুখ।
সভায় গাইবান্ধায় নতুন একটি নার্সিং কলেজ স্থাপন, গাইবান্ধা হাসপাতালকে দালালমুক্ত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রোগীদের সেবার মান আরও বৃদ্ধি, হাসপাতালে ভর্তিরত রোগীদের খাবারের সুবিধার্থে নতুন একটি উন্নত রান্না ঘর নির্মাণসহ নতুন এ্যাম্বুলেন্সের জন্য আলোচনা করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.