গাইবান্ধায় মানবাধিকার কমিশনের বর্ধিত সভা ও ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ রোববার দুপুরে বর্ধিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি একেএম সালাউদ্দিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ্যাড. সেকেন্দার আজম আনাম, বিশেষ অতিথি গাইবান্ধা চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসিম, সাংবাদিক কায়ছার প্লাবন,
আরো বক্তব্য প্রদান করেন সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি নাজিম আহমেদ রানা, সহ সভাপতি আসাদুজ্জামান মিলন, সাধারন সম্পাদক ফারহান শেখ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফয়সাল জনি, রানা সরকার, জনি শেখ, বিজলী খাতুন,হারুন অর রশিদ, আবু সাঈদ মোঃ মানিক, নয়ন খান, তুলি আক্তার, মাইদুল ইসলাম,সাগর,রকি,রনি  প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান ও সদর উপজেলা শাখার চলমান কার্যক্রমকে স্বাগত জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.