গাইবান্ধায় মরহুম ইউনুস এমপির কবর জিয়ারত করেছেন এ্যাড.স্মৃতি এমপি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম জননেতা ডাঃ ইউনুস আলী সরকার এর ২য় মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত করেন বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
মরহুমের গ্রামের বাড়ী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে তাহার কবরের পাশে দাড়িয়ে নিরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করে স্থানীয় মসজিদের পেশ ইমাম।
এ সময় পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এরপর এমপি সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.