গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, মাক্স, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল‘‘উন্নত স্যানিটেশন নিশ্চত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’’। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতেই হাত ধোয়া প্রদর্শন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এ উপলক্ষে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সাদেকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রেজওয়ান আহম্মেদ, সহকারি কমিশনার শাহীন দেলোওয়ার, এসকেএস সম্বনয়কারি আশরাফ আলী, গণ উন্নয়ন কেন্দ্রে আফতাব হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় সময় মতো পদক্ষেপ নেয়ার ফলে  সংকট আর নেই। তিনি বলেন, এ কারনেই আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে।
তিনি আগামী দিনগুলোতে করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.