গাইবান্ধায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ট্রাক আটক 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩২৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৪ টা.১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই নাদিমের এর নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কে রাত্রিকালিন ডিউটি করার সময় গোপন সুত্রে খবর পেয়ে “আবিদ এন্টারপ্রাইজের” ট্রাক বগুড়া -ড ১১-২১৪৩ নম্বরের একটি ট্রাকে করে ৩২৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী রফিকুল ইসলাম রফিক (৩২) পিতা ফকির মন্ডল ও  শরীফ কাটানি (৩১) পিতা মৃত বক্কর সিদ্দিক উভয় সাং হিলি বাসুদেবপুর থানা হাকিমপুর জেলা দিনাজপুরদ্বয়কে হিলি হতে ঢাকা অভিমুখে যাবার পথে বাগদা এলাকায়  ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাকটি পালিয়ে যাবার পথে ধাওয়া করে তরফ কামাল কামারের বাজারে আটক করলে ড্রাইভার সহ আসামিরা পালিয়ে যায়।
এরপর ট্রাকটি তল্লাশি করে ফাঁকা ডালার ভেতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৩২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুমানিক ৩ লাখ ২৫ হাজার টাকা। আসামী রফিকের বিরুদ্ধে জয়পুরহাট ও দিনাজপুর আদালতে ৩ টি ও আসামী শরিফুলের বিরুদ্ধে জয়পুরহাট, দিনাজপুর ও বগুড়া আদালতে ৫ টি মাদক মামলা বিচারাধীন আছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.