গাইবান্ধায় বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বাজার করে বাড়ী ফেরার পথে  বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সাদেক খা বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মৃত্যু পিতা শফিকুল ইসলাম (৩০) ও পুত্র রাকিব হোসেন (৮) উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাসিন্দা।
পিতা – পুত্র বাজার সেরে বাড়ি ফেরার পথিমধ্যে হঠাৎ বজ্রপাতের কবলে পরেন এবং ঘটনাস্থলেই পিতা পুত্রের মৃত্যু হয়। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার এ ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.