গাইবান্ধায় বজ্রপাতে এক নারীসহ গরুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ রওশন আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) বেলা অনুমান দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের খলসি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওশনআরা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার রওশনআরা তাঁর বাবার সাথে আখের জমিতে কাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রওশনআরা বাড়ির পাশে জমিতে বেঁধে রাখা গরু নিয়ে জমির আইল দিয়ে বাড়ি ফিরছিল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গরুসহ রওশনআরা বেগম ও তাঁর গরু বজ্রপাতের কারণে পাশের জমিতে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই গরুটি মারা যায়।
অপরদিকে পরিবারের সদস্যরা দ্রুত রওশন আরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার পর মৃত্যু ঘোষণা করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.