গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা ”মিট দ্যা প্রেস কনফারেন্স” করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
নবাগত পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাগণ।
আজ রবিবার সকালে পৌর শহরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মিট দ্যা প্রেস এ মতামত ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন।
এর আগে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতামত গ্রহন করেন। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মাঝে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,শাহাবুল শাহিন তোতা, অমিতাব দাস হিমু, শামিম আল সাম্য,খালেদ হোসেন,জাভেদ হোসেন, মিলন খন্দকার,আফরোজা লুনা,এস এম বিপ্লব, আতিক বাবু, রিপন আকন্দসহ অন্যান্যরা।
এ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার।  মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.