গাইবান্ধায় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যার অভিযোগ

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থককে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (০৫ জানুয়ারি) পৌনে ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৩)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকেলে পৌনে ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো হাসুয়া দিয়ে তার গলা কেটে ফেলে। গুরুতর অসুস্থ রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে আমার জানামতে নির্বাচনী সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.