গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন-শূঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন  উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কম। সভাপতিত্বে করেন সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ আবদুল মতিন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কর্নেল মীর মোঃ নাজমুল ফরহাদ, পিএসসি, কর্নেল জিএস, শাখা ডিজিএফআই বগুড়া,  মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার, গাইবান্ধা, জি. এম. সাহাতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, উপ-পরিচালক, এনএসআই, উপজেলা নির্বাহী অফিসার, গোবিন্দগঞ্জ/ পলাশবাড়ী, কোম্পানি কমান্ডার, র‍্যাব, গাইবান্ধা, অফিসার-ইন-চার্জ, গোবিন্দগঞ্জ/পলাশবাড়ী,  রিটার্নি কর্মকর্তাবৃন্দ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা ধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণেরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.