গাইবান্ধায় আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে গাইবান্ধায়  আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আওয়ামীলীগের সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
দীর্ঘ ৭ বছর পর গাইবান্ধায় আওয়ামীলীগের সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরু আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
সদর উপজেলা সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর জ্জামান রিংকু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.