গাইবান্ধায় আলুর বস্তার ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে আলুর বস্তার ভিতরে রাখা ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২.৪৫ মিনিটে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় দিনাজপুর-ঢাকাগামী এসআর যাত্রীবাহী বাস রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৪-৫৭৪৭ তে অভিযান চালানে আসামী রকিব উদ্দিন (২৬), পিতা-ফজলুর রহমান, সাং-চকশুলবান, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত।
আটককৃতের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.