গাইবান্ধার সাদুল্লাপুরে অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধা প্রতিনিধি: মুখ চোখ কিছুই নেই। কিন্তু মুখের অবয়ব প্রায় মানুষের আকৃতির। প্রকৃতির বেখেয়ালে এমন বিচিত্র গঠনের একটি গরুর বাছুরের জন্ম হয়েছে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার মুজাহিদপুর গ্রামে। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাছুরটি জন্মগ্রহণ করে। বাছুরটি স্ত্রী এবং পুরুষ ২ প্রজাতির  চোখ মুখ নাই। মাথার গঠন কিছুটা মানুষের আকৃতির, বাছুরটি ২টি নাভি,চারটি বাট ২টি কান থাকলেও শরীরের গঠন অস্বাভাবিক, জন্ম গ্রহণের এক ঘণ্টার মধ্যেই বাছুরটির মৃত্যু হয়।
গাভীর মালিক বাচ্চু প্রামাণিক বিটিসি নিউজকে জানান, প্রায় ১৫ মাস আগে তার গাভীটিকে স্থানীয় এ আই কর্মী মাধ্যমে শাহি ওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করান। দির্ঘ ১৫ মাস পর সেই গাভীর পেটে এ বাছুরের জন্ম।
এদিকে বিরল এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরের কথা শুনে মানুষ ছুটে যাচ্ছেন এক নজর দেখার জন্য। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বাছুর নিয়ে নানান বিতর্কে জড়িয়ে যাচ্ছেন গ্রামের মানুষ।
এ ব্যাপারে সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জন ডা. মোঃ আরিফুর রহমান কনক বিটিসি নিউজকে জানান, কনজিমেটাল অ্যাবনরমালিস্ট এবং জেনিটেক ডিফেক্ট এর কারণে এ ধরণের ঘটনা ঘটে থাকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.