গাইবান্ধার সাদুল্যাপুরের দামোদরপুরে আইনের প্রতি তোয়াক্কা না করে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইটভাটা নির্মাণ

গাইবান্ধা প্রতিনিধি: সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পুর্ব দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় ইটভাটা নির্মাণ করায় কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের এলাকার লোকজনের দুষিত পরিবেশের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার উপক্রম হয়েছে।
উল্লেখিত এলাকায় আশপাশের গাছপালা, ফসলীজমি সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার সাধারণ জনগণ।
অভিযোগে জানা যায়, উক্ত এলাকায় গোলাম মোস্তফা ওরফে সাদা মিয়া নামের জনৈক ব্যক্তি কালির বিল নামক স্থানে মেসার্স রানা ব্রিকস কনষ্ট্রাকশন নামে একটি ইটভাটা নির্মাণ করেন।
উল্লেখিত ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নির্মাণ করায় গতবছর মোবাইল কোর্ট এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৪ লক্ষ টাকা জরিমানা ও ইটভাটাটি গুড়িয়ে দেয়।
উল্লেখিত ব্যাক্তি আইনের প্রতি তোয়াক্কা না করে পুনরায় একই স্থানে এ বছরও ইটভাটার কার্যক্রম পরিচালনা করছে। ফলে ইটভাটা থেকে নির্গত দোষিত বায়ু বের হওয়ার কারণে মাত্র ৫ গজ পুর্ব পাশে অবস্থিত পূর্ব দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের এলাকার লোকজনের দুষিত পরিবেশের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার উপক্রম হয়েছে।
শুধু তাই নয় আশপাশের গাছপালা, ফসলীজমি সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই এলাকার শান্তি প্রিয় সাধারণ জনগণের দাবি- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ইটভাটাটি বন্ধ করবেন কি?
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.