গাইবান্ধার মনোহরপুর উচ্চ বিদ‍্যালয়ের অবৈধ কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার মনোহরপুর উচ্চ বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক কর্তৃক অনিয়ম ও ভূয়া কমিটি গঠনের প্রতিবাদে মনোহরপুর ইউনিয়নবাসী এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উক্ত বিদ‍্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মবহিভূতভাবে তার মনোপুত ব‍্যক্তিদেরকে নিয়ে গোপনে কমিটি গঠন করেন।
এছাড়াও প্রধান শিক্ষক মনগড়াভাবে স্কুল পরিচালনা করে আসছেন। প্রধান শিক্ষকের এমন বেশ কয়েকটি অনিয়ম -দৃর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব প্রধান রিপন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অভিভাবক, সামাজসেবক, সচেতন ব্যক্তিবর্গ প্রমুখ।
এছাড়াও আরো বক্তারা বলেন, প্রধান শিক্ষক ও অভিভাবক ম্যানেজিং কমিটির বিভিন্ন অনিয়ম ও দূর্নিতী তুলে ধরে প্রধান শিক্ষকের অপসারণ ও অবৈধ ম্যানেজিং কমিটি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধর্তন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.