গাইবান্ধার পলাশবাড়ী উপ-স্বাস্থ‍্য কেন্দ্রের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনগণ।। পরিত্যক্ত ভবনগুলোতে সন্ধ্যার পর অপরাধী ও বখাটেদের আড্ডা বসে 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উপ-স্বাস্থ‍্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, হোসেনপুর ইউনিয়নের মেরীর হাট উপ-স্বাস্থ‍্য কেন্দ্র ও মহদীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন উপ-স্বাস্থ‍্য কেন্দ্রের পরিত্যক্ত বিশাল বিশাল ভবনগুলো বা ঘরগুলো বতর্মানে খড়ির ঘর ও স্থানীয়দের গোয়াল ঘরে পরিণত হয়েছে।
এসব পরিত্যক্ত ভবনগুলোতে বিকেল থেকে গভীর রাত পযর্ন্ত অপরাধীদের অভয়আশ্রমে পরিণত হয়েছে। সন্ধ্যা নেমে আসলেই বখাটেদের আড্ডা বসে।
উপ-স্বাস্থ‍্য কেন্দ্রগুলোর সামনে ও পিছনে নিয়মিত গরু-ছাগল বাঁধা থাকে। এসবের মল-মূত্রের দূর্গন্ধে টেকাই দায় হয়ে যায়।
এসব উপ-স্বাস্থ‍্য কেন্দ্রের স্ট‍্যাফেরা নিয়মিত সময় মত উপ-স্বাস্থ‍্য কেন্দ্রে আসেন না। গত ১০ জানুয়ারি কিশোরগাড়ী উপ-স্বাস্থ‍্য কেন্দ্রে দুপুর ১ টায় গিয়ে দেখা যায় ক্লিনিকে তালা ঝুলছে। এখানকার একজন তার ভাইয়ের মটর সাইকেলের পিছনে উঠেছেন।
এমন সময় আমরা উপস্থিত হওয়াতে তিনি মটর সাইকেল থেকে নেমে তাড়াহুড়ো করে ক্লিনিকের গেট খুঁলতে গেলেন এবং সহকর্মী অপরজনকে মোবাইলে ডেকে আনলেন। মাঝ রাস্তা থেকে তিনিও ফিরে এলেন।
এব‍্যাপারে ভুক্তভোগীরা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.