গাইবান্ধার পলাশবাড়ীর বেতকাপা ইউপি চেয়ারম্যানের ভাই রাস্তার ১৬টি গাছ কেটে বিক্রি করেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার ভাই মোরশেদুল ইসলাম সাতারপাড়া মৌজার নিজপাড়া রাস্তার ১৬টি বড় বড় ইউক্লিপটাস গাছ বিক্রি করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের রাস্তার বড় বড় ১৬টি ইউক্লিপটাস গাছ কাটছে।
এসময় মিস্ত্রীরা জানায়, এ গাছগুলো চেয়ারম্যানের ভাই মোরশেদুল বিক্রি করেছেন। আর গাছগুলো কিনে নিয়েছেন তার অপর এক চাচাতো ভাই গাছ ক্রেতা (ব্যাপারী) রফিকুল ইসলাম। তবে এসময় বিক্রেতা এবং ক্রেতা সরে থাকায় দেখা পাওয়া যায়নি ও মতামত নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার সাথে গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি জানান,ওই রাস্তাটি তাদের নিজস্ব জমির। ওটা ইউনিয়ন পরিষদের রাস্তা নয়। তবে অনেকেই নাম প্রকাশ না করার শর্ত্বে জানান,ওই রাস্তা ইউনিয়ন পরিষদের এবং রেকর্ডভুক্ত রাস্তা।
এ ব্যাপারে সচেতন অভিজ্ঞ মহল প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা সহ জড়িত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.