গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তার কাজে ব‍্যাপক অনিয়ম 

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা পাকা করণে ব‍্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, পলাশবাড়ী এলজিইডি’র অধীন রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় (২য় পর্যায়) উপজেলার বরিশাল ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী-ঢোলভাঙা জিসি রোড ভায়া আমলাগাছী জিসি রোড ১১শ মিটার হতে ৩ হাজার ১৭ মিটার রাস্তার গত ২২ নভেম্বর  উদ্ধোধন করেন,গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস‍্য অ‍্যাড,উম্মে কুলছুম ম্মৃতি।
রাস্তাটির কাজের উদ্ধোধনের পর থেকেই বড় বড় আদলা ইটের খোয়া,বড় ঝামা ইট, ইটের খোয়ার চেয়ে বালুর পরিমাণ বেশি দেয়া হচ্ছে। প‍্যালাসাইডিংয়ে রডের পরিমান কম, ব্রীজে রড,সিমেন্টের ভাগ কম দেওয়া, ব্রীজের গাইড ওয়ালে ঝাঁলাই রড ব‍্যবহার করা, রোলার না করেই তার উপর বালু -খোয়া ফেলানো হচ্ছে।
৩০ নভেম্বর রাস্তায় খোয়া-বালু ফেলানোর সময় পলাশবাড়ী এলজিইডি অফিসের কাউকে খুঁজে পাওয়া যায়নি। রাস্তায় বড় আধলা রেডিমেড ইট ব‍্যবহার,বালুর পরিমাণ বেশি দেওয়া হচ্ছে, এমন অনিয়মের কথা উপজেলা প্রকৌশলীকে অবগত করলে তিনি জানান, আমি সাইডে যাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.