গাইবান্ধার পলাশবাড়ীতে মাছ চাষ করে অনেকেই এখন সাবলম্বি – স্মৃ‌তি এম‌পি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ‍্যাড,উম্মে কুলছুম ম্মৃতি বলেছেন, বর্তমানে বাংলাদেশ আজ মাছ চাষে সমৃদ্ধ। এই মাছ চাষের মাধ্যমে অনেক যুবক এখন বেকার মুক্ত হয়ে সাবলম্বি হয়েছেন। তাই মাছের উৎপাদন বাড়াতে মাছ চাষের বিকল্প নাই।
পলাশবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন কা‌লে উপ‌রোক্ত কথা বলেন অ‍্যাড, উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি এম‌পি।
এসময় উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ কামরুজ্জামান নয়ন, সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, থানা অ‌ফিসার ইনচার্জ মাসুদ রানা, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার ফা‌তেমা কাওসার মিশু, উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মুহ,মাহতাব হো‌সেন, উপ‌জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আ‌মিনুল ইসলাম পাপুল, শ‌রিফুল প্রধান পল্লবসহ সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
উ‌ল্লেখ‌্য, পলাশবাড়ী উপ‌জেলার বি‌ভিন্ন পুকুর ও জলাশ‌য়ে ৩`শ ৭৭ কে‌জি বি‌ভিন্ন প্রজা‌তির পোনামাছ অবমুক্তকরণ করা হ‌বে ব‌লে দপ্তরসু‌ত্রে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.