গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নবাব আলী মন্ডল (নবাব মাষ্টার) এর কনিষ্ঠ ছেলে, সিভিল ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মাজেদ মন্ডল (৩৮)।
গতকাল রবিবার (১০ অক্টোবর) বাদ-মাগরিব পলাশবাড়ী পৌর এলাকার গোডাউনের পার্শ্ববর্তী মসজিদ সংলগ্ন সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়। এসময় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের জানাযার নামাজ বাদ-মাগরিব তার নিজ বাসভবন দুর্গাপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.