গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত-৩

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত হয়েছেন। নিহতরা হলেন: সোহেল(৩০), তাজু (২৩),সবুজ(৩৬)। সকলের বাড়ী রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
ঘটনাস্থলে উপস্থিত পলাশবাড়ী থানার ওসি তদন্ত রুপ কুমার বিটিসি নিউজকে জানান, বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে পীরগঞ্জ উপজেলা থেকে সবজি বোঝাই একটি অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ী ব‍্রাকের কাচামাল হাটের দিকে আসছিল। অটোরিকশাটি বিটিসি মোড়ে পৌছিলে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশা টিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয় ও উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। গাড়ীটির চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এসময় ঘটনাস্থলে থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন সহ অন্যান্যরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.