গাইবান্ধার পলাশবাড়ীতে পাট চাষী প্রশিক্ষণ  

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পাট চাষী প্রশিক্ষণ প্রদান। উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলা টাউন হল রুমে পাট চাষের গুরুত্ব,পাটের বতর্মান অবস্থা ও সম্ভাবনা, পাট কর্তন, পাট পচন এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১৫০ জন পাট চাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলি,গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক বেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.