গাইবান্ধার পলাশবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে সাদা মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকার একটি ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিটিসি নিউজকে জানান, সকালের দিকে ব্রিজ সংলগ্ন স্থানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.