গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জুড়ে অবৈধ ভাবে ব্যাঙ্গের ছাতার মতো গজেউঠা আবাদি জমির উপর,স্কুলের মাঝে, পাকাসড়কের পাশে,বসতবাড়ী গ্রাসকারী, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়েও চলমান অবৈধ ইটভাটা গুলো বন্ধের একদফা দাবীতে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আয়োজনে সর্বস্তরের জনতার অংশ গ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর বুধবার বেলা ১২ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকতের পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,কমিউনিস্ট
পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু,  রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য শামীম রেজা,সদস্য ইমরান সরকার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সহ সভাপতি মাসুদ পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক পলাশ আহম্মেদসহ অন্যান্যরা।
এসময় মানববন্ধনে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক কমিটির সদস্যগণসহ সর্বস্তরের সচেতন জনসাধারণ অংশ নেন।
বক্তারা,পরিবেশ, জীবন, জনপদের জন্য হুমকি হয়ে চলা অবৈধ ইটভাটা দ্রুত বন্ধের দাবী বাস্তবায়নের আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.