গাইবান্ধার পলাশবাড়ীতে শত্রুুতা করে পাট ক্ষেত বিনষ্ট 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ৪২ শতাংশ জমির পাট ক্ষেত শত্রুুতা করে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের মৃত নছিম উদ্দিন এর ছেলে রাজু মিয়ার ৪২ শতাংশ জমিতে পাট বপন করেন। এই পাট তিন ফুট লম্বা হয়েছে।
ঘটনার দিন ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১ টার সময় জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং শত্রুতার জেরে প্রতিবেশী মৃত মফিজ উদ্দিন গাছুর ছেলে হেলাল উদ্দিন গংরা উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলে এজাহার সূত্রে জানা যায়।
অভিযোগ কারী রাজু মিয়া বিটিসি নিউজকে জানান,আমি নিম্নে তফসিল বর্ণিত জমি কবলা মূলে প্রাপ্ত হয়ে ভোগ দখল করছি। হঠাৎ হেলাল উদ্দিন গংরা গতকাল রাত্রে আমার জমির পাট ক্ষেত কেটে বিনষ্ট করে এবং বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করে। আমি থানায় খবর দিলে পুলিশ আসার খবর শুনে তারা পালিয়ে যায়।
আমি এব‍্যাপারে ২৬ এপ্রিল পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করি। মন্তব্য নিতে  অভিযুক্ত হেলাল উদ্দিনের বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.