গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মসজিদের নামে সরকারি বরাদ্দের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।
জানা গেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা আঃ আজিজ মাস্টারের বাড়ীর জামে মসজিদ সংস্কারের জন্য  ২০২২-২৩  অর্থবছরে গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ উন্নয়ন (টিআর) প্রকল্পে মসজিদ সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয় ৮০ হাজার টাকা। ওই টাকা মসজিদের বর্তমান সভাপতি আঃ আজিজ মাষ্টারকে এবং মসজিদ কমিটি কিংবা কোনো মুসুল্লিকে না জানিয়ে নিজেই প্রকল্প সভাপতি হয়ে তুলে নেন। পরে এক জুম্মাবার এসে সকলের সামনে মাত্র ২০ হাজার টাকা মসজিদ কমিটির সভাপতির হাতে দিয়ে বাকি ৬০ হাজার টাকা চেয়ারম্যান পকেটস্থ করেন।
এ বিষয়ে ঐ জামে মসজিদের বতর্মান সভাপতি বলেন, ইউপি চেয়ারম্যান এক জুম্মায় উপস্থিত হয়ে সকল মুসুল্লিদের সামনে আমার হাতে ২০ হাজার টাকা দিয়েছেন। মসজিদের নামে কোনো বরাদ্দ ছিল কি না তা আমরা জানি না। আমাদের আর কোনো টাকা দেওয়া হয়নি। টিআর প্রকল্প সম্পর্কে আমাদের জানানোও হয়নি।
তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, আমার ভুল হয়ে গেছে। পরে বাকী টাকা মসজিদ কমিটির হাতে দিব। এব‍্যাপারে আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মসজিদটিতে সরেজমিনে গেলে সকলেই জানান, তারা এখনো বাকী টাকা পাননি।
 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদুজ্জামান জানান, বিষয়টি দেখছি।
এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকল্পের টাকা আত্মসাতসহ সকল অভিযোগের বিষয়ে আমরা খোঁজ-খবর নেব। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরতসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে উক্ত এলাকাবাসিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.