গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেলায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার পা বিচ্ছিন্ন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলোহার গ্রামে বারুনীর মেলায় বেলুন ফুলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিক্রেতার এক পা বিচ্ছিন্ন হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
মেলায় আগত প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুন বিক্রেতা ফকর উদ্দিন (২০) হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড গ্যাস সমন্বিত সিলিন্ডার হতে বেলুনে বাতাস প্রবেশ করাচ্ছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে সিলিন্ডারের অতি নিকটে থাকায় বেলুন বিক্রতা ফকর উদ্দিনের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সহযোগী মাহবুর রহমান (২০) গুরুতর আহত হন। তাদের দুজনেরই বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কোচারশহর গ্রামে।
উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিলন চ্যাটার্জী বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.