গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত।। মা-মেয়ে আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক স্থানে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক রিক্সাভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ভ্যানের যাত্রী মা ও তার শিশুকন্যা। আজ  শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের  ফাঁসিতলা  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণে ফাঁসিতলা পেট্রোল পাম্প এলাকায় আজ শনিবার বিকেলে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহি একটি ভ্যানকে ধাক্কা দিলে ট্রাকের ধাক্কায় রিক্সাভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাক চাপা পড়ে ভ্যানচালক কামারদহ চকপাড়া গ্রামের মৃত আমির শেখের পুত্র খয়বর আলী (৫৫) ঘটনাস্থলে মারা যান। এ সময় ভ্যানের অপর দুই যাত্রী তালুক কানুপুর ইউনিয়নের বিলভর্তি গ্রামের লেবু মিয়ার স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ও তাঁর শিশুকন্যা নিলা (৮) আহত হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.