গাইবান্ধায় ১৮ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা

গাইবান্ধা প্রতিনিধি: চলতি রবি ও গ্রীষ্মকালীন মৌসুমে গাইবান্ধা জেলার ১৮ হাজার ২৩০ কৃষককে কৃষি  প্রণোদনা সহায়তা হিসেবে দুই কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৭৫২ টাকার কৃষি উপকরণ দেওয়া হবে। এই সহায়তার মধ্যে থাকছে গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন মুগ, বিটি বেগুন। এছাড়া বোরো ধান চাষের জন্য নির্বাচিত প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা পাবেন বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ ক ম মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘প্রান্তিক পর্যায়ের চাষিদের চাষাবাদে উৎসাহিত করতে গাইবান্ধা জেলার ১৮ হাজার ২০০ জন কৃষককে সরকারিভাবে কৃষি প্রণোদনা দেওয়া হবে। এজন্য সরকারিভাবে এ কর্মসূচির আওতায় দুই কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৭৫২ টাকা বরাদ্দ এসেছে। ইতোমধ্যে জেলার সাত উপজেলার কৃষি কর্মকর্তারা ইউপি চেয়ারম্যান ও স্থানীয গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে প্রকৃত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে।  অল্প সময়ের মধ্যে তালিকা অনুযায়ী এসব কৃষকদের মধ্যে প্রণোদনা সহায়তা ও উপকরণ বিতরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘কর্মসূচির আওতায় জেলার ৫ হাজার কৃষক গম চাষের জন্য পাবেন ৯৮ লাখ ২৫ হাজার টাকা, ভুট্টা চাষের জন্য ৭ হাজার ২০০ কৃষক পাবেন ৯৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা, সরিষা চাষের জন্য ৫ হাজার কৃষক পাবেন ৩৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য এক হাজার কৃষক পাবেন ৯ লাখ ৩৫ হাজার টাকা, বিটি বেগুন চাষের জন্য ৩০ জন কৃষক পাচ্ছেন ২৯ হাজার ৮৫২ টাকার কৃষি সহায়তা।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃশাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.