গাইবান্ধায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী শেষে আলোচনা সভা 

গাইবান্ধা প্রতিনিধি: রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় আজ শনিবার (৮ জুন) ভূমিসেবা সপ্তাহ -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। “ম্মার্ট ভূমিসেবা,ম্মার্ট নাগরিক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব‍্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরুর অংশ হিসেবে গাইবান্ধা জেলায় এ ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম‍্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। ৮ জুন, ২০২৪ এ শুরু হয়ে এই কার্যক্রম আগামী ১৪ জুন, ২০২৪ পর্যন্ত চলবে।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাইবান্ধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাইবান্ধা, গাইবান্ধা জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ।
এসময় প্রধান অতিথি গাইবান্ধা জেলার প্রান্তিক পর্যায়ের জনগণের নিকট স্মার্ট ভূমি সেবা পৌঁছে দেওয়া ও সেবা সহজীকরনের ব্যাপারে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.