BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন,বাছোহাটি গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান,সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ী থেকে ৩০০ গজ দুরে নিজেদের সেচপাম্প দিয়ে পুকুরের পানি ধানের জমিতে দেয়ার জন্য যান।

পাম্প চালু করার সময় হঠাৎ বৈদুৎতিক তারে ম্পর্শ করলে তারা দুজনেই বিদ‍্যুৎস্পষ্টে ঘটনাস্থলেই মারা যান। এরপর শহিদুল ইসলামের স্ত্রী তাদের খোঁজখবর নিতে গিয়ে দেখেন তাদের মৃত্যু দেহ পড়ে আছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিটিসি নিউজকে জানান, সেচপাম্পে বিদুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় অপমৃতুর মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ