গাইবান্ধা প্রতিনিধি: একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন দুই বন্ধু। আটকের পর ওই দুই নারীসহ চারজনের হাত বেঁধে ও দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছেন তারা।
সোমবার (২৫ আগস্ট) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর হাতে আটকৃতরা হলেন, রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন, বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম, পশ্চিম রামজীবন গ্রামের প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২২) ও তার ভাই প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২১)।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন। এ সুযোগে তাদের স্ত্রী ইয়ামিন ও আরফিনা বেগম বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আটক ওই দুই যুবকের সাথে। ঘটনার রাতে তারা ওই দুই যুবককে ঘরে ঢুকায়। এ সময় স্থানীয়রা ওই বাড়িতে ঢুকে ইয়ামিন বেগমের রুমের খটের নিচ থেকে মারুফ এবং আরফিনার রুমের ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে আটক করে।
পরে গ্রামবাসী চারজনকে একই রশি দিয়ে বেঁধে ওই দুই যুবকের মাথা অর্ধ ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে রাখেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরদিন মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাদের থানায় নিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিটিসি নিউজকে জানান, স্থানীয়দের হাতে তাদের আটকের খবর পেয়ে তাদের উদ্ধার করে কারাগারে পাঠানো হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.