গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযানে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম, মো. মিলন মিয়া (৪৪)। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ছাড়াও তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফুলছড়ি থানাধীন বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বিটিসি নিউজকে জানান, অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

















