গলে ইতিহাস গড়তে পাকিস্তানের চাই ৮৩ রান

বিটিসি স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে হারাতে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। আজ পঞ্চম দিনের খেলা। গল টেস্ট জিতে ইতিহাস গড়তে পাকিস্তানের দরকার ৮৩ রান। হাতে আছে সাত উইকেট।
১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলংকাকে ২৭৯ রানে অলআউট করে হয়তো অনায়াস জয়ের ছবি আঁকছিল পাকিস্তান। কিন্তু বুধবার চতুর্থদিনের শেষ বিকালে জমে ওঠে গল টেস্ট। ১৩১ রানের ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ৪৮ রান তুলতেই তারা হারিয়েছে তিন উইকেট।
স্পিনার প্রবাথ জয়সুরিয়ার দারুণ বোলিংয়ে নাটকীয় কিছুর সম্ভাবনা জাগিয়েছে লংকানরা। জয়ের পাল্লা অবশ্য হেলে পাকিস্তানের দিকেই।
শেষ বিকালে জয়সুরিয়ার স্পিনে আবদুল্লাহ শফিক ও শান মাসুদ ঘায়েল হওয়ার পর রানআউট হন নোমান আলী। পাকিস্তানের আশার মশাল জ্বালিয়ে রেখেছেন ইমাম-উল-হক (২৫*) ও অধিনায়ক বাবর আজম (৬*)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.