গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত

নোয়াখালী প্রতিনিধী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে।

এই ঘটনা আজ বুধবার (৯অক্টোবর) বেলা ১১টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল এলাকায় ঘটে।

নিহতরা হলেন- কামরুজ্জামান (৪৫) ও আবুল কালাম (৫৫)। নিহত কামরুজ্জামান ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে ও আবুল কালাম একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান আলী মোবারক কল্লোল বিটিসি নিউজকে জানান, সকাল ১১ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে জমি থেকে গরু আনার জন্য যায় কামরুল ও আবুল কালাম।

ওই সময়ে বজ্রপাতের কবলে পড়ে দুই জনই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে যান।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.