গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরিবারের পালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক মা ও তার ছেলে।
শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টির মধ্যে গরুটি ছুটে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে, যেখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায় এবং বিদ্যুতায়িত হয় গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমেই বিদ্যুতায়িত হন জামাল হোসেন (৩০)। তিনি ঘটনাস্থলেই আটকে পড়েন। মুহূর্তেই ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা, কমলা বেগম (৭০)। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জামালের বোন, কিছুক্ষণ পর বাড়ির মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মা ও ভাইকে সরিয়ে আনেন। কিন্তু ততক্ষণে দুজনেই নিথর হয়ে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম জানান, জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন দারুণ সংকটে পড়েছে। শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী, অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার।
কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত গরুকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.