গরীব অসহায়দের ৬ হাজার বস্তা চাল নিয়ে পশুর নদে ডুবলো জাহাজ

বাগেরহাট প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আনা ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া নামে একটি বাল্কহেড জাহাজ পশুর নদে ডুবে গেছে।
রোববার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে ‘এম ভি কিং সাজ্জাদ-৬’ নামে অপর একটি কার্গো লাইটার জাহাজ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে ‘এভি কিং সাজ্জাদ-৬’ লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌপুলিশ।
মোংলা নৌ পুলিশের অফিস ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম রাত ১০টায় বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য রোববার (৩১ মার্চ) সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তার ১৭৫ মেট্রিকটন চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্য ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপরে বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে পৌঁছালে পেছন থেকে ‘এভি কিং সাজ্জাদ-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড ‘এম ভি সাফিয়া’ জাহাজ। এসময় বাল্কহেডে থাকা পাঁচ নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠলে প্রাণে বেঁচে যান তারা।
এ ঘটনায় এভি কিং সাজ্জাদ-৬ নামের লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ ক্যানেল থেকে রোববার সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌপুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম। 
শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানোর কাজ শুরু করা হবে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.