গম রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করছে ভারত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগম রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রপ্তানির অপেক্ষায় কাস্টমসে আটকা পড়া গমগুলোকে রপ্তানি করতে দিচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা জানা গেছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে রপ্তানি শিথিলের কথা জানানো হয়। মিসরে গম রপ্তানি করা যাবে বলেও জানানো হয়।
গতকাল সোমবার পর্যন্ত ভারতের বন্দরগুলোতে ২২ লাখ টন গম ছিল। এ নিয়ে রয়টার্স বিশেষ প্রতিবেদন করে। এতে বলা হয়, এলসি ক্লিয়ারেন্স না থাকায় ১৮ লাখ টন গম আটকা পড়েছে। বাকি চার লাখ টনের এলসি ক্লিয়ারেন্স রয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী সেগুলোর রপ্তানিতে কোনো বাধা ছিল না। এবার অপেক্ষমান ওইসব গম রপ্তানি করার অনুমোদন দিল ভারত সরকার।
গত শনিবার (১৪ মে) গম রপ্তানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ভারত সরকার। ১৩ মের আগে আগে ইস্যু করা এলসি বা পেমেন্ট গ্যারান্টির বিপরীতের গমগুলো ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.