গভীর রাতে মেয়রকে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড দেখতে রাস্তায় পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো:  প্রধানমন্ত্রীর সুদুরপ্রসারি চিন্তা ভাবনায় বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

সিলেট শহরের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখতে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) হঠাৎ মধ্যরাতে পরিদর্শনে বের হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিকি) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেট এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। তিনি উন্নয়ন কার্যক্রমে বরাবরই সিলেটকে প্রাধান্য দিয়ে আসছেন।

এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে আলোকিত সিলেট মহানগর গড়ে তোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে কোনো রকম দুর্নীতি, গাফিলতি এবং অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন।

পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.