গভীর রাতে জাবিতে ৬ ঢাবি শিক্ষার্থীসহ ১০ বহিরাগত আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীসহ দশ বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মওলানা ভাসানী হল সংলগ্ন ‘সুইজারল্যান্ড’ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম মোকারম জড়িত বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

প্রক্টর বিটিসি নিউজকে জানান, ‘রাত একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৫তরুণীসহ ১০ জনকে নির্জন স্থানে দেখতে পাই। এ সময় আমরা তাদের কাছে মাদক সেবনের আলামত পাই। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করে। পরে পরিচয় শনাক্ত করে ৬জন ঢাবির শিক্ষার্থী পাওয়া যায়। এদের মধ্যে একজনকে এর আগেও আমরা আটক করেছিলাম। পরে তাদেরকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।’

প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহিন বিটিসি নিউজকে বলেন, ‘রাত চারটার দিকে আটকদের পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে একজন এর আগেও মাদক সহ ক্যাম্পাসে নিরাপত্তা শাখার কাছে ধরা পড়েছিল। তারা প্রথমে ভুল পরিচয় দিয়ে সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করে। কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের সঠিক পরিচয় বেরিয়ে আসে। আটকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ ছয়জন এবং বাকিরা অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.