গবেষণায় বরাদ্দ টাকা খরচে সচেতন থাকতে হবে : ইয়াফেস ওসমান

বিশেষ প্রতিনিধি: গবেষণার জন্য সরকার যে টাকা বরাদ্দ দেয়, তা সাধারণ জনগণের শ্রমে ঘামে ভেজা। তাই, সেই টাকা খরচে সবাইকে সচেতন থাকতে হবে। একটি পয়সাও যেন অপচয় না হয় সেদিকেও নজর রাখাতে গবেষণকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপিত ইয়াফেস ওসমান।
বুধবার (১৭ মে) সকালে রাজধানীর বিসিএসআইআর ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘বিশেষ গবেষণা অনুদান প্রাপ্ত প্রকল্প: ফলাফল ও প্রয়োগ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, ইতোমধ্যে বিভিন্ন গবেষণার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। নতুন নতুন উদ্ভাবনীর ফলে মানুষের জীবন মান উন্নত হয়েছে। তবে, আত্মতুষ্ঠিতে ভুগলে চলবে না। জনগণের টাকার সঠিক ব্যবহার করে আরও ভালো-ভালো গবেষণা করতে হবে। সততা, জ্ঞান ও মেধা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করার জন্যও গবেষকদের প্রতি আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.