গণ হত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক নিউ নেশন পত্রিকার সাংবাদিক, গবেষক এবং ইতিহাস সন্ধানী মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শম্ভুগঞ্জ শহরের মাইক্রোসফট আইসিটি কোচিং সেন্টারে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ক্লাবের সদস্য, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় একাত্তরের গণ হত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস সামনে নিয়ে আসতে হবে বলে এ কথা বলা হয়।
তাছাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন ভদ্রের হত্যা ও ১০ মে, ২০২৫ শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আলোচনা হয়। দোয়া ও মোনাজাতেএকাত্তরের গণ হত্যা শিকার জনতার রুহের মাগফেরাত কামনাকরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংঠনিক সম্পাদক মো. তফাজ্জল হক, প্রতিষ্ঠাতা সদস্য মো. মোজাম্মেল হোসেন, এ ছাড়াও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, বিপুল সূত্রধর, জিয়াউল হক, আলতাব হোসেন আলতু, তপন, ইনামুল, মোজাম্মেল, মাহবুল, শুভ্র দেবনাথ, শাহাদাৎ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.