গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরে নুনীয়া সম্প্রদায়ের শতাধিক শিশু পেল খাদ্য উপহার


নাটোর প্রতিনিধি: গতকাল রবিবার (২৫ এপ্রিল) জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে ”খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের ”লকডাউনে ২২ দিন ধরে বাবা-মা ইট ভাঙার কাজে যেতে পারেননি। তাই প্রায় অর্ধ-শতাধিক শিশুর খেয়ে না খেয়ে দিন কাটছে। তিনবেলা খাবার জুটেনি তাদের।
নুরীয়া সম্প্রদায়ের এই শিশুদের অনেকে একবেলা খেয়ে সারাদিন ক্ষুধা পেটে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। র্শীষক সংবাদটি প্রকাশিত হলে বনলতা রিফ্যাক্টরী লিমিটেড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
আজ সোমবার সন্ধ্যায় বনলতা রিফ্যাক্টরী লিমিটেড কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শহরের তেবাড়িয়া ননীয়াপাড়ার সমাজ প্রধানদের হাতে শিশুখাদ্য তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিটিসি নিউজ এর বিশেষ (নাটোর) প্রতিনিধি গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম,খান মামুন, বিশিষ্ট সমাজসেবক ওয়াকিল আহম্মেদ সাগর,পার্থ শেখ,রকিবুল হাসান সাজ্জাদ,তপু মাহবুব, নুনীয়া স¤প্রদায়ের সমাজ প্রধান গণেশ নুনীয়া চৌহান,কার্তিক নুনীয়া চৌহান,মিন্টু নুনীয়া চৌহান প্রমুখ।
নুনীয়া সম্প্রদায়ের শিশুদের জন্য নুডুলস, মুড়ি,চিড়া,গুড়,দুধ,বিস্কুট,কেক,চানাচুর,চকলেট, মিষ্টি ঝুড়ি ,জুস,চিপস, মাক্স তুলে দেয়া হয়।
এ সময় আদিবাসী শিশুদের জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহম্মেদ সেলিম, নাটোর জেলা ড্রাগস এন্ড ক্যামিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু, উত্তরা মোটেলের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবিকা নাসিমা আকতার বানু সারথীর পক্ষ থেকেই শিশুখাদ্য তুলে দেয়া হয়।
শিশুখাদ্য তুলে দেওয়ায় বনলতা অটো ব্রিকস কর্তৃপক্ষ সহ দাতাদের প্রতি কৃতঞ্জতা জানান, নুনীয়া সম্প্রদায়ের নারী পুরুষ সদস্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.